খরচ কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

খরচ কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) খরচ কমানোর পাশাপাশি স্বাস্থ্য কর্মসূচিগুলোর মধ্যে অগ্রাধিকার নির্ধারণ করে কাজ এগিয়ে নেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার ঘোষণা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাবে। ডব্লিউএইচও প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস একটি নথিতে বলেন, ট্রাম্পের ঘোষণার পর সংস্থার অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে, যার ফলে সংস্থাটিকে খরচ কমানোর পদক্ষেপ নিতে হবে।